Panchayat Election: লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলেছিল, এখন নিজেরাই বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবে: অভিষেক
Abhishek Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারংবার অনুরোধ করেছেন বাংলার টাকা ছেড়ে দিতে'। 'গণতন্ত্রে (Democracy) সাধারণ মানুষ শেষ কথা বলে'। ' প্রায় ৪ লক্ষ ৭৬ হাজার মেয়ে কন্যাশ্রী পেয়েছেন'। ' ৪৬ লক্ষ ৫৭ হাজার মানুষ বিনা পয়সায় রেশন পাচ্ছেন'। 'লক্ষ্মীর ভাণ্ডারকে (Lakkhir Bhandar) ভিক্ষা বলেছিল, এখন নিজেরাই বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবে'। ' মানুষের পাশে সবসময় তৃণমূল (TMC) আছে'। 'পঞ্চায়েতে বিজেপি জিতলে চেষ্টা করবে কীভাবে উন্নয়ন বন্ধ করা যায়'। 'পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৭১টি নতুন রাস্তা হচ্ছে'। ' ৯ বছর মোদি ক্ষমতায়, ৯ পয়সা কাজের হিসেব দিলীপ ঘোষ (Dilip Ghosh) দিতে পারবে না'। 'তৃণমূল তথ্য-পরিসংখ্যান দিচ্ছে, বিজেপি তথ্য দিতে এলে ভো-কাট্টা হয়ে যাবে'। 'তৃণমূল কংগ্রেস বহিরাগতদের কাছে, দিল্লির কাছে মাথা নত করবে না'। ' এবার দু-লক্ষ ভোটে দিলীপ ঘোষকে হারাতে হবে ' ABP Ananda LIVE