Abhishek Banerjee: 'বাংলায় হেরেছে বলে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র', বাঘমুণ্ডির সভা থেকে কেন্দ্রকে নিশানা অভিষেকের
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) বাকি আর ৫ দিন, আজ বাঘমুণ্ডিতে প্রচারে অভিষেক (Abhishek Banerjee) । বিজেপিকে তীব্র নিশানা তৃণমূল সাংসদের। 'বিজেপির সাংসদ কখনও মানুষের পাশে এসে দাঁড়াননি। বিজেপি সাংসকে পুরুলিয়ার মানুষ তাঁদের পাশে পাননি। চার বছরে পুরুলিয়ার উন্নয়ন নিয়ে কোনও বৈঠক করেননি।আবাস যোজনায় ৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে : অভিষেক
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 ABhishek Banerjee Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023