Abhishek Banerjee: 'দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন', আক্রমণ অভিষেকের | ABP Ananda LIVE
Election Commission: 'দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন(election commission)', রাজভবন (raj bhavan)থেকে বৈঠক শেষে কড়া ভাষায় জাতীয় নির্বাচন কমিশনকে (Abhishek Banerjee Jibe At ECI) একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়বিধ্বস্ত মানুষদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য অনুমতি এবং কেন্দ্রীয় এজেন্সির মাথাদের সরানোর দাবি জানাতে গিয়ে কেন তাঁর দলীয় সতীর্থদের হেনস্থা হতে হল, সেই প্রশ্নও তোলেন তিনি।