Abhishek Banerjee: 'নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক', চ্যালেঞ্জ অভিষেকের
ABP Ananda LIVE: ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে এবার সরাসরি নির্বাচন কমিশনকে(election commission) চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। '৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে (north bengal) ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা'। 'নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক'। ময়নাগুড়ির সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। 'অসমে বিহু উৎসবের কমিটিগুলিকে দেড় লক্ষ টাকা দেওয়ার অনুমতি'। 'বাংলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে টাকা দিতে বাধা কেন?' নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রশ্ন অভিষেকের। ভোটের পর ক্ষতিগ্রস্তদের তৃণমূলের তরফে আরও ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি।
Tags :
ABP Ananda Election Commission /West Bengal ABHISHEK BANERJEE Lok Sabha Election Jalpaiguri Incident