Abhishek Banerjee: পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল
পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলের কাছেই মিলল তরোয়াল। আজ বাঘমুণ্ডির কালিমাটি মোড়ে সভা রয়েছে অভিষেকের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তার মধ্যেই গতকাল রাতে অভিষেকের সভাস্থলের কাছেই ঝোপের মধ্যে মেলে একটি তরোয়াল। পরে বাঘমুণ্ডি থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানার চেষ্টা করছে পুলিশ।