Abhishek Purulia Rally: কেশপুর বিজেপির শেষপুর হবে: অভিষেক

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর পুরুলিয়ার (Purulia) কাশীপুরে (Kashipur) জনসভায় যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, ‘বহিরাগতদের বাংলা থেকে বের করে দিতে হবে। বাংলা চায় না মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করুক। ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যপাধ্যায় দিল্লির কাছ থেকে বাংলার দাবি ছিনিয়ে আনবেন, বাংলার সম্মান প্রতিষ্ঠা করবেন। কেশপুর বিজেপির শেষপুর হবে। বাংলায় ২৫০টি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। মানুষ বিশ্বাসঘাতকদের মেনে নেবে না, তাদের সমর্থন করবে না। কেশপুরের মানুষ আমাদের সঙ্গেই থাকবে। টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু টাকা দিয়ে নেতা বিক্রি হয়, কর্মী আর মানুষ বিক্রি হয় না।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram