Panchayat Election: তৃণমূলের বিরুদ্ধে গণনা কেন্দ্রে কারচুুপির অভিযোগ,ধর্নায় খগেন মুর্মু
Panchayat Election Result:গণনা কেন্দ্রে কারচুুপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার হবিবপুরে গণনা কেন্দ্রের সামনেই ধর্নায় বসলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিজেপির দাবি, হবিবপুর ব্লকে জেলা পরিষদের ৪ নম্বর আসনে ১২০০ ভোটে জয়ী হন তাদের প্রার্থী সোনালি টুডু। অভিযোগ, ব্লক প্রশাসন অন্যায়ভাবে তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করে। এর প্রতিবাদেই সকাল ৮টা থেকে হবিবপুরে গণনা কেন্দ্রের সামনে নেতা, কর্মীদের নিয়ে ধর্নায় বসেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এর আগে মিনিট দশেক মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ABP Ananda LIVE
Tags :
Election Panchayat Election Panchayat Election Result Panchayat Election Results 2023 Panchayat Poll Result