Panchayat Election: গাজোল ব্লকে ভোটে কারচুপির অভিযোগ, স্ট্রং রুমের সামনে ধর্নায় খগেন মুর্মু
WB Panchayat Election : মালদার (Malda) গাজোল (Gazole) ব্লকে ভোটে কারচুপি, একটি বুথের ব্যালট বাক্সের খোঁজ মিলছে না বলে অভিযোগ। প্রতিবাদে দলীয় প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের (Strong Room) সামনে ধর্নায় বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khogen Murmu)। অন্য়দিকে, বহরমপুর থেকে দিনহাটা, স্ট্রং রুমের বাইরে দেখা গেল কড়া নিরাপত্তার ছবি। ABP Ananda LIVE