Panchayat Election : মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী, তাঁর বাড়িতে পৌঁছলেন অধীর । ABP Ananda Live
ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু। মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মী খুন। নিহত কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলের বাড়িতে অধীর চৌধুরী। পুলিশের সঙ্গে বচসা প্রদেশ কংগ্রেস সভাপতির। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।
Tags :
Elections Election Commission Panchayat Election Adhir Chowdhury WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023