Panchayat Election: ভাঙড়, ক্যানিংয়ের পর এবার সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহারে রাজ্যপাল | ABP Ananda Live

WB Panchayat Election : ভাঙড়, ক্যানিংয়ের পর এবার সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহারে রাজ্যপাল।  কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারে রাজ্যপাল। 'কোচবিহার থেকে গুন্ডাদের তাড়িয়েই ছাড়ব'। কোচবিহার পৌঁছেই অশান্তি বন্ধে কড়া বার্তা রাজ্যপালের । 'রাজ্য নির্বাচন কমিশনার যোগ্য, কিন্তু তাঁর দফতরকেও যোগ্য হতে হবে' । সন্ত্রাস পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কোচবিহারে রাজ্যপাল। 'কলকাতার পিস রুম, মোবাইল পিস রুমে পরিণত করা হয়েছে'। ভোট সন্ত্রাসে আক্রান্তদের সঙ্গে কাল দেখা করবেন রাজ্যপাল । কী হচ্ছে, তা নিজেই খতিয়ে দেখতে চাই: রাজ্যপাল । ভোট ঘোষণার পর থেকেই অশান্ত কোচবিহার, ২জন খুন

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola