Panchayat Election : ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে রাজ্যপাল | ABP Ananda LIVE
WB Panchayat Election 2023: ভাঙড় (Bhangar) , ক্যানিং (Canning), কোচবিহারের (Coochbehar) পর এবার বাসন্তীর (Bashanti) পথে রাজ্যপাল (Governor)। ক্যানিংয়ে বিশ্রাম নিয়ে বাসন্তী পৌঁছলেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কোচবিহার থেকে সকালে ফিরেই আজ বাসন্তীতে যাচ্ছেন তিনি। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় নেমেছেন সিভি আনন্দ বোস। কিছুক্ষণ পরেই রাজ্যপাল রওনা দেবেন বাসন্তীর উদ্দেশে। গতরাতেই বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। কী সাহায্য দরকার ? জানতে চেয়েছেন রাজ্যপাল