Agnimitra Paul: 'জানি না কেন দিলীপদা বলছেন আমি শুভেন্দুদার প্রার্থী' : অগ্নিমিত্রা

'দিলীপ ঘোষের কাছে গেছিলাম, কিন্তু আমি একথা বলিনি। অমিত শাহ ও জে পি নাড্ডা যখন আমাকে মেদিনীপুরে দাঁড়াতে বলেছিলেন, তখন আমার কিছু বলার নেই। কেন দিলীপ ঘোষ বলছেন আমি শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট ? সম্পূর্ণ ভুল কথা, কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ফোন করে দাঁড়াতে বলেছিলেন। মেদিনীপুরে আমি পেয়েছি ৬ লক্ষ ৭৫ হাজার ভোট, দিলীপ ঘোষ পেয়েছিলেন তিন বছর বিধায়ক থেকেও ৭ লক্ষ ৮৫ হাজার ভোট পেয়েছিলেন। দিলীপ ঘোষ ও আমার মধ্যে ১০ হাজার ভোটের পার্থক্য। আমি এটা বলতে পারব না দিলীপ ঘোষ থাকলে ওখানে জিততেন, আমি হারলাম, এটা বলা উচিত নয়।' দিলীপ ঘোষের দাবি খারিজ করে প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালের।

দিলীপের পাশে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে. মন্তব্য বিজেপি বিধায়কের 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola