Panchayat Elections : বেলদায় ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি, কাঠগড়ায় বামেরা
ভোটের ফল ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরের বেলদায় ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। বোমার আঘাতে জখম এক মহিলা-সহ ৬ তৃণমূল কর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার। এলাকায় আজও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার সুতলি, পাথ। দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণ খলিশা গ্রামের বুথে তৃণমূলের জয়ের পর হামলার অভিযোগ
হামলা-যোগ অস্বীকার বামেদের
Tags :
Elections WB Panchayat Election 2023 Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 Panchayat Election 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result Panchayat Election Results 2023 Panchayat Poll Result