Amit Shah at Thakurnagar: মমতা যতক্ষণ না হারেন, বারবার ঠাকুরনগরে আসব, বললেন অমিত শাহ

Continues below advertisement

‘কিছু কারণের জন্য আগেরবার ঠাকুরনগরে আসতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন। মমতা যতক্ষণ না হারেন, বারবার ঠাকুরনগরে আসব। বাংলায় সরকার গড়বে বিজেপি। শান্তনু ঠাকুরকে বলেছিলাম ঠাকুরনগরে আসব। বামেদের আমল থেকে বাংলায় হিংসা শুরু হয়েছে। মমতা হিংসা রুখতে পারেননি, বিজেপি রুখবে। মতুয়াদের যথাযোগ্য সম্মান দেবে বিজেপি। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের জন্যই কাজ করছে বিজেপি। ৫ বছরে গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি। আয়ুষ্মান ভারতে নাগরিকদের স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকা। দেশের কৃষকরা ১২,০০০ টাকা করে পেয়েছেন। বাংলায় বিজেপি ক্ষমতায় এসে কৃষকদের ১৮,০০০ টাকা করে দেবে। মমতার আমলে বাংলা ধ্বংস হয়ে গেছে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই। সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলায় হিংসা, মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি। এত হিংসা হলে কীভাবে বাংলায় উন্নতি হবে? ৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছে। আমরা যা বলি, তাই করি। করোনায় ভ্যাকসিন পর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। এপ্রিলের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না। বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর রেলস্টেশনের নাম শ্রীধাম রেলস্টেশন হবে। অনুপ্রবেশ রুখতে পারবে না মমতার সরকার। বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ নয়, পায়রাও ঢুকতে পারবে না’, ঠাকুরনগরের সভায় বললেন অমিত শাহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram