Amit Shah: 'যে নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, সে কখনও বাংলার ভাল করতে পারে না', মমতাকে 'শাহি' আক্রমণ

Continues below advertisement

আজ বাংলায় প্রচারে এসে, অমিত শাহ বলছেন, 'এই ভোটে ১২ লক্ষ কোটির দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও ইন্ডিয়া জোট বনাম মোদির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। বাংলায় বিজেপিকে ৩০ আসন দিলে, সব টাকা মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। যে নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, সে কখনও বাংলার ভাল করতে পারে না। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাতে পারবেন একমাত্র নরেন্দ্র মোদি। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ভোটব্যাঙ্কের কারণে রাম মন্দিরের আমন্ত্রণে সাড়া দেননি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোটব্যাঙ্ক হল অনুপ্রবেশকারীরা। নরেন্দ্র মোদি বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের জন্য সিএএ লাগু করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় ভোটব্যাঙ্কের কারণে সিএএ-র বিরোধিতা করছেন। কিন্তু মমতা যতই বিরোধিতা করুন, সিএএ-র মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব দেবই। নরেন্দ্র মোদি গত ১০ বছরে বাংলার জন্য উন্নয়ন করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সিন্ডিকেট, কাটমানির রাজ চলেছে। সন্দেশখালিতে মহিলা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় মহিলাদের উপর অত্যাচার হয়েছে। অথচ ভোটব্যাঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় অপরাধীদের আড়াল করেছে। ভোটের পর সন্দেশখালির সব অপরাধী শাস্তি পাবে। হিরণ-ঘনিষ্ঠদের বাড়িতে পুলিশি হানা নিয়েও মমতাকে নিশানা অমিত শাহর। মমতা বন্দ্যোপাধ্য়ায় যত সন্ত্রাস করবেন, তত বেশি পদ্ম ফুটবে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram