Amit Shah Exclusive: 'প্রয়োজনীয় নথি লোপাট, তাই তদন্তে দেরি', সারদা-নারদ তদন্তে প্রসঙ্গে বিস্ফোরক অমিত শাহ

Continues below advertisement

নথি লোপাটের জন্যই সারদা (Saradha Scam), নারদের (Narad Scam) তদন্তে বিলম্ব। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)। বললেন, ক্ষমতায় এলেই দ্রুত তদন্ত। ছাড় দেওয়া হবে না বিজেপিতে (BJP) এলেও। অমিত শাহ (Amit Shah) জানান, "সারদা, নারদের সব রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লোপাট করে দিয়েছেন। তাই দেরি হচ্ছে তদন্তে। তবে বিজেপিতে আসা নেতাদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাও যাচাই করে দেখা হবে। কাউকেই বাদ দেওয়া হবে না।" পাশাপাশি তিনি বলেন, "যারা যারা দুর্নীতিগ্রস্ত, তাদের সবাইকেই জেলে পাঠানো হবে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram