Amit Shah Exclusive: 'নেতাজি কি গুজরাতে বহিরাগত ছিলেন?', তৃণমূলের আক্রমণের কড়া জবাব শাহের
Continues below advertisement
'নেতাজি কি গুজরাতে বহিরাগত ছিলেন? এটা হল সংকীর্ণ মনোভাবের পরিচয়। বাংলায় আসা আমার গণতান্ত্রিক অধিকার', তৃণমূলের লাগাতার 'বহিরাগত' আক্রমণ প্রসঙ্গে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি আরও বলেন, "প্রণববাবু দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি বাংলার মানুষ বলে কি মধ্যপ্রদেশের কাছে বহিরাগত ছিলেন? এত সংকীর্ণ মনোভাব বাংলার মানুষের হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হয় কেউ পরামর্শ দিচ্ছে।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Pranab Mukherjee Netaji Mamata Banerjee Outsider Issue Amit Shah Interview Shah Interview Amit Shah Interview With ABP Amit Shah ABP Amit Shah ABP Ananda Mamata Banerjee