Amit Shah Rally: 'দূরত্ব ৭০০ কিমি হলেও দিদির মন থেকে ৭০০০ কিমি দূরে উত্তরবঙ্গ', কালচিনিতে কটাক্ষ অমিতের

পশ্চিমবঙ্গে তৃতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আজ উত্তরবঙ্গের কালচিনিতে জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভা থেকে অমিত শাহ বলেন, "উত্তরবঙ্গ কলকাতা থেকে ৭০০ কিমি দূর, কিন্তু দিদির (Mamata Banerjee) মন থেকে ৭০০০ কিমি দূরে। উনি কখনও উত্তরবঙ্গ নিয়েই ভাবেন না। মোদিজির মনে উত্তরবঙ্গের মানুষেরা বাস করেন। এখানে এইমস, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ বানাব, পাশাপাশি কর্মসংস্থানের জন্য নারায়ণী সেনার স্মৃতি রক্ষার্থে রাজবংশীদের নিয়ে নতুন ব্যাটেলিয়ন হবে।" শাহ যোগ করেন, "আমরা বাংলার সঙ্গে সঙ্গে নেপালি ও রাজবংশী ভাষা রাজ্যের সহভাষার স্বীকৃত দেব। নেপালি ভাষার একটি রেডিও চ্যানেলও শুরু করা হবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola