Amit Shah Rally: 'নন্দীগ্রামে যে দিদি হারছেন, তা কালই প্রমাণ হয়ে গিয়েছে', শীতলকুচিতে দাবি অমিত শাহের

পশ্চিমবঙ্গে তৃতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আজ কোচবিহারের শীতলকুচিতে জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভা থেকে অমিত শাহ বলেন, "ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির এখানে আছে। চিলা রায় এখানে মোঘলদের পা রাখতে দেয়নি। দিদি উত্তরবঙ্গের প্রতি সবসময় অন্যায় করেছেন। সেইজন্য দিদি আপনাদের ভয় পান। কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর কোথা থেকে লড়বেন। উনি বলেছেন, উত্তর বাংলা ছাড়া অন্য যে কোনও জায়গা থেকে। একবার বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে সব হিংসা বন্ধ হয়ে যাবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola