Abhishek Banerjee: অমিত শাহ যে ভবিষ্য়তবাণী গুলো করেন, সেগুলো আদপে তৃণমূলের পক্ষে হয়: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live
'রাজ্য নির্বাচন কমিশন যে কোনও জবাব দেওয়ার জন্য যোগ্য'।'রাজ্যপাল বলছেন আমি সংবিধানের রক্ষাকর্তা, বঞ্চনা নিয়ে নীরব কেন?''করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় কোনও মৃতের বাড়ি গেছেন রাজ্যপাল?''শুধু দিল্লির আদেশ পালনের চেষ্টা করছেন রাজ্যপাল'।'কমিশনের হাতে রক্ত লাগলে, মণিপুরের ঘটনায় কার হাতে রক্ত?''শুভেন্দু ৫ লক্ষ টাকায় বিক্রি হন, তার কথার প্রতিক্রিয়া দেব না'।'সারদা থেকে নারদ, বাংলার যত কেলেঙ্কারি, সবেতেই যুক্ত শুভেন্দু'।শুভেন্দুর উপ মুখ্যমন্ত্রীর পদও প্রত্যাখ্যান করার দাবিকে কটাক্ষ অভিষেকের । 'গণপ্রতিরোধ মানে বাম-বিজেপি-কংগ্রেসের এজেন্ট নিয়ে লড়াই করা?''বোঝাই যাচ্ছে বিজেপির হাতে প্রার্থী নেই, এই জোট মানুষ প্রত্যাখ্যান করবে', 'কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার','প্রকল্পের সুবিধে মিলেছে কিনা বাড়ি বাড়ি গিয়ে জানার চেষ্টা করেছে তৃণমূল','নবজোয়ারের ৫১দিনের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে','সবার মতামত নেওয়ার জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া হয়েছে','নবজোয়ারে এক জেলাকে টেক্কা দিয়েছে অন্য জেলা','৫০ হাজার বুথ সভাপতি গোপন ব্যালটে মতামত জানিয়েছেন','বাংলায় জিততে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি','এত ইডি, সিবিআই, চাইলে ১০০দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা করুক','ভুয়ো জব কার্ড হোল্ডার সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে','জুন পর্যন্ত রাজ্যে ১৮৬টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে','১০০দিনের কাজের সাড়ে ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে','কয়েকজন অভিযুক্ত ধরলেও, কেন বাকি ২ কোটি মানুষ ফল ভুগবেন','আমরা চাই বিচার হোক, কিন্তু কয়েকজনের ভুলের জন্য ২ কোটি ভুগবে? এটা বিচার','৩ বছর আগে আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার','কেউ বলতে পারবে, বিজেপিকে ভোট দিয়েছি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি?','একজন ধর্মের নামে ভোট চেয়েছে, আরেকদল আপনার পাশে থেকেছে','যারা বাংলার টাকা আটকে রেখেছে, তাদের উচিত জবাব দিতে হবে','অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে, এবার দিল্লি থেকে ছিনিয়ে আনব','চোখে দেখে ভোট দিন, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি আটকে রেখেছে দিল্লি','কত টাকা পাঠিয়েছে কেন্দ্র? দিলীপ-শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি','কেন্দ্র কমিশনকে কাজে লাগায়, রাজ্য কখনও কমিশনের কাজে হস্তক্ষেপ করে না','অমিত শাহ যা ভবিষ্যদ্বাণী করেন, তা তৃণমূলের পক্ষে যায়','বকেয়া টাকা দিচ্ছে না, তাও বিজেপি নেতারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার করবেন', সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ।