Amit Shah: 'কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছেন মোদি, বিরোধীরা আপত্তি তুলেছিল',মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
Continues below advertisement
ABP Ananda LIVE: 'বালুরঘাটে (Balurghat) ভিড় দেখেই বোঝা যাচ্ছে ভোট(lok sabha election) শেষ হয়ে গিয়েছে'। 'সোনার বাংলায়(west bengal)আজ বোমাবাজি-কাটমানির সংস্কৃতি'। 'বাংলায় অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন মমতা(mamata banerjee)?' 'অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাঙ্ক'। '১৮ থেকে বাড়িয়ে আসন সংখ্যা ৩০ করতে হবে'। 'দেশে ৩৭০ আসন পার করবে বিজেপি'। 'কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছেন মোদি, বিরোধীরা আপত্তি তুলেছিল'। 'তোষণের রাজনীতি করে বিরোধী, সে জন্যই রাম মন্দির (ram mandir) তৈরির বিরোধী'। 'দেশে ৩৭০ আসন পার করে বাংলা থেকে মমতার সরকারকে উৎখাত করতে হবে'। 'সিএএ নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা'। 'মমতা বলছেন, সিএএ-তে (CAA)আবেদন করলে বিদেশি হয়ে যাবেন'। 'এটা মোদি সরকারের আইন, কেউ বদলাতে পারবেন না'। 'শরণার্থীদের নাগরিকত্ত্ব দেবেই মোদি সরকার'।
Continues below advertisement
Tags :
Election Campaign ABP Ananda LIVE Sukanta Majumdar /West Bengal BJP Meeting Lok Sabha Election BJp