Ananada Sakal (Seg 2): শত্রুঘ্ন সিনহাকে আসানসোলে লোকসভা উপনির্বাচনে প্রার্থী করা নিয়ে তুঙ্গে TMC-BJP তরজা।Bangla News

আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)। তা নিয়েই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, বহিরাগত বলে ভোটে জিতে, এখন বহিরাগতর ওপরেই নির্ভর করতে হচ্ছে! পাল্টা তৃণমূলের জবাব, শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ন্যাশনাল ফিগার বলেই তাঁকে প্রার্থী করা হয়েছে।

এই বিষয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় তো বাংলার মেয়ে বলে চালিয়ে ভোট নিল তৃণমূল। এখন সেই বহিরাগত বিহারির ওপরেই নির্ভর করতে হচ্ছে।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola