আনন্দ লাইভ: ভোট চতুর্থীতে ৫ জনের রক্তে ভিজল শীতলকুচির মাটি
ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হল ৪ জনের। অগ্নিগর্ভ কোচবিহারের শীতলকুচি। নিহতদের মধ্যে দু'জন প্রথম ভোটার। প্রত্যেকেই তাঁদের সমর্থক বলে দাবি তৃণমূলের। আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, জানিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অন্যদিকে শীতলকুচিতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি সমর্থক এক তরুণের।
'কীভাবে বাহিনীকে ঘিরতে হয়, কীভাবে হামলা করতে হয় তা দিদিই শেখাচ্ছেন', মমতাকে আক্রমণ মোদির। 'দিল্লির পুলিশ গুলি চালিয়েছে, পদত্যাগ করুন অমিত শাহ' পাল্টা জবাব তৃণমূলনেত্রীর।
চুঁচুড়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাঙচুর করা হল গাড়ি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শাসক দলের দাবি বিজেপি প্রার্থী নিজেই নিজের গাড়ি ভাঙচুর করেছেন।
ভাঙড়ে ভোট ঘিরে দিনভর অশান্তি। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বেলুড়ের লালবাবা কলেজের ৬৪ নম্বর বুথে বিজেপির এজেন্টকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
অন্যদিকে দিনহাটায় তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।