আনন্দ লাইভ: বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, ভ্যাকসিনেশন শেষ হলেই সিএএ, দাবি অমিত শাহের

Continues below advertisement

বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই, লাঠি চালাল পুলিশ। ছোড়া হল জল কামান, কাঁদানে গ্যাসের শেল। পুলিশের দিকেও উড়ে এল ইট। কাল ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক বামেদের।

করোনার ভ্যাকসিনেশনের পর, শুরু হবে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া। বৃহস্পতিবার মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে একথা জানালেন অমিত শাহ। অনেকে বলছেন, বিধানসভা ভোটের আগে তাহলে CAA কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এনিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও।

ফের অমিত শাহর মুখে ভাইপো। পাল্টা, নাম না করে অমিত শাহর ছেলে জয় শাহর প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির পাল্টা শোনা গেল চ্যালেঞ্জের সুর।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ। এবার নদীবাঁধ মেরামতিতে প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন হাওড়ার উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক। যদিও তা মানতে চাননি রাজীব বন্দ্যোপাধ্যায়।

আসানসোলে ক্যাশ ভ্যান থেকে লুঠের চেষ্টা! দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর! গাড়ির জানালার কাচ ভেঙে আহত হয়েছেন একজন। পালানোর সময় বাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা।

আসন্ন ভোটে উত্তরবঙ্গের জন্য আলাদা ইস্তেহার প্রকাশ করবে বিজেপি। শিলিগুড়িতে বসে দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। উন্নয়নের নামে বিভাজনের রাজনীতি করছে গেরুয়া শিবির। এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ছিঁড়ে ফেলা হল বিজেপির পতাকা, ব্যানার, ফেস্টুন। গেরুয়া শিবিরের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের লোকজনই একাজ করেছে। যদিও ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছে শাসক দল।

নিউ নর্মালে আগামীকাল থেকে খুলছে স্কুল। এরই মধ্যে রাজ্যেজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। ফলে দীর্ঘদিন পর স্কুলে যাওয়ার আনন্দর সঙ্গে যুক্ত হয়েছে যানবাহন নিয়ে আশঙ্ক। প্রস্তুত আছে সরকার, স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকেই খুলবে স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram