আনন্দ লাইভ: জঙ্গলমহলে ঘুরে দাঁড়াল তৃণমূল, বুধবার শপথ নেবেন মমতা

Continues below advertisement

রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘মুখ্যমন্ত্রী পদে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছি। পাশাপাশি, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলানোর আবেদন করেছেন,’ ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৫ তারিখ সকাল পৌনে এগারোটায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে হাতেগোনা কয়েকজন দর্শক সেখানে থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।

তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী নির্বাচিত করলেন নব নির্বাচিত বিধায়করা। জোর দিতে হবে করোনা মোকাবিলায়, বিধায়কদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক থেকে বেরিয়ে নিজেদের অভিজ্ঞতা জানালেন নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়করা। 

জঙ্গলমহলে ৪টি জেলার ৪০টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২৪টি আসনে। বিজেপির দখলে রয়েছে ১৬টি আসন। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল এগিয়ে থাকলেও বাঁকুড়া ও পুরুলিয়ায় এগিয়ে রইল বিজেপি। 

করোনা পরিস্থিতিতে ফের পিছিয়ে গেল জঙ্গিপুর ও সামসেরগঞ্জের নির্বাচন। এই দুই কেন্দ্রেই করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। 

 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram