Ananda Sakal 1: তৃণমূল থেকে বিজেপি, হেভিওয়েট প্রার্থীদের তালিকায় কাদের নাম?

Continues below advertisement

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও দল। 'পয়া' শুক্রবারে প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শুক্রবারই প্রার্থীতালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ২১১টি আসন জিতেছিল সেবার। এবার কী হবে? তা বোঝা যাবে ২ মে। তবে এবারের হাই ভোল্টেজ ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক থাকতে পারে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, চেষ্টা চলছে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিবকে ব্যারাকপুর থেকে এবং রাজারহাট থেকে হিডকোর চেয়ারম্যান তথা প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনকে দাঁড় করাবে। যদিও দেবাশিস সেন প্রার্থী হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন গায়িকা অদিতি মুন্সি। বাংলার মহাযুদ্ধের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এখন দেখার সেই যুদ্ধে কোথায় কোথায় কোন সেনাকে দাঁড় করায় কোন দল? বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকেই দাঁড় করাতে পারে বিজেপি। যিনি আগেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram