Arjun Singh: 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়ব এটা নিশ্চিত', ফের বিস্ফোরক অর্জুন
ব্যারাকপুরে এবার পার্থ-অর্জুন সংঘাত ? 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত'। 'ছোটবেলা থেকে কখনও বিনা টিকিটে কখনও ট্রেনে উঠিনি'। ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। পার্থ ভৌমিককে এবার সরাসরি নিশানা অর্জুনের। 'পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি'। 'ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব'। মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর।
Tags :
Barrackpore Constituency Lok Sabha Election 2024 Arjun Singh On Partha Bhowmik Arjun Singh Angry