Lok Sabha Election 2024: কীর্তনের আসরই হয়ে উঠল বিজেপি ও তৃণমূল প্রার্থীর জনসংযোগের হাতিয়ার।
Continues below advertisement
Lok Sabha Election: ভোটের (Lok Sabha Election 2024) আগে কীর্তনের আসরই হয়ে উঠল ব্যারাকপুরের বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) প্রার্থীর জনসংযোগের হাতিয়ার। গতকাল ঘণ্টাদুয়েকের ব্যবধানে আমডাঙার কামদেবপুরে একই কীর্তনের অনুষ্ঠানে যোগ দিলেন অর্জুন সিং (Arjun Singh) ও পার্থ ভৌমিক। দু’জনেই ভক্তদের খাওয়ালেন খিচুড়ি ভোগ। কীর্তনের আসরেও পিছু ছাড়ল না রাজনীতি। কামদেবপুর হাটের এই মাঠ নিয়ে এলাকার ব্যবসায়ী ও স্থানীয় একটি ক্লাবের মধ্যে মতবিরোধ ছিল দীর্ঘদিনের। সেই বিবাদ মিটিয়ে কীর্তনের অনুষ্ঠান চালু করার পিছনে কৃতিত্ব দাবি করে বসলেন দুই প্রার্থীই। ABP Ananda Live
Continues below advertisement