BJP News: অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়, ৬০টির মধ্যে ৪২টিতে জয়ী বিজেপি

লোকসভা ভোটের ফল প্রকাশের আগে অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। ৬০ আসনের বিধানসভায় ৪২টিতে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, সিকিমে ৩২টি আসনে বিধানসভা ভোট হয়েছিল। এর মধ্যে শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা, SKM এগিয়ে ১৯টি আসনে, একটি আসনে এগিয়ে রয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট SDF।

বুথ ফেরত সমীক্ষায় মোদি ঝড়ের ইঙ্গিত। সমীক্ষার ফল মানতে নারাজ কংগ্রেস। ২৯৫টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট, দাবি কংগ্রেসের। গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে কংগ্রেস। বিকেল সাড়ে ৪টেয় নির্বাচন সদনে বৈঠক।

ভোটের পরদিনও উত্তপ্ত সন্দেশখালি। ভোটের দিন বোমাবাজির অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ। অভিযুক্ত বিজেপি কর্মীর বাড়িতে পুলিশি তল্লাশি। ভোটের পরদিনও সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়। একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনিয়ে নিল মহিলারা। পুলিশের বিরুদ্ধে গ্রামে ঢুকে অত্যাচারের পাল্টা অভিযোগে বিক্ষোভ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola