Asansol Loksabha Election Result 2024: আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ABP Ananda Live

ABP Ananda Live: আসানসোল কেন্দ্রে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই শেষ। এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেন আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ৬৩ হাজার ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা। 

এবারের লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির তরফে প্রার্থী হিসাবে ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও, তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন। এরপর বিজেপির হয়ে মাঠে নামেন এসএস অহলুওয়ালিয়া। বামেদের প্রার্থী ছিলেন জাহানারা খান।                         

আসানসোল লোকসভা কেন্দ্রের লোকসভার অন্তগর্ত পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, রানিগঞ্জ, বারাবনি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি, এই ৭টি বিধানসভা। মোট বুথ ১ হাজার ৯০১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৯। মোট ভোটার ১৭ লক্ষ ৭০ হাজার ২৮১। আসানসোল ধাদকা পলিটেকনিক, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও রানিগঞ্জের SKS স্কুল, এই ৩টি DCRC করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মোতায়েন থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola