Assembly Election 2022: পাঁচ রাজ্যে বিপর্যস্ত কংগ্রেস, প্রশ্নে রাহুল-প্রিয়ঙ্কার নেতৃত্ব।Bangla News
Continues below advertisement
দাদা পারেননি, পারলেন না বোনও। বিপুল প্রত্যাশা জাগিয়েও, উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গান্ধী। পাঁচ রাজ্যেই বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এ নিয়ে ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলেন, এবার কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাল্টা কটাক্ষ ছুড়ে অধীর চৌধুরী বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সংযুক্ত হয়ে যাওয়ার এটাই হচ্ছে সঠিক সময়।
Continues below advertisement
Tags :
Congress Assembly Election UP Election 2022 Manipur Election 2022 Uttarakhand Election 2022 Goa Election 2022 Punjab Election 2022 Assembly Election 2022 Assembly Election 2022 Date Assembly Election 2022 Schedule UP Election 2022 Date Punjab Election 2022 Date Uttarakhand Election 2022 Date Goa Election 2022 Date Manipur Election 2022 Date Chongress Loss