Assembly Oath Taking Ceremony: 'বাবা বিধানসভায় চাকরি করতেন, জীবনে এইদিনটা আসবে ভাবিনি', শপথ নিয়ে স্মৃতিচারণ লাভলির

আজ বিধানসভায় শপথ নিলেন সোনারপুর দক্ষিণের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘আমার জীবনে এই দিনটা আসবে তা কখনো ভাবিনি। আমার বাবা বিধানসভায় চাকরি করতেন। আর আজ আমি বিধায়ক হিসাবে শপথ নিলাম। আমি ঈশ্বরের নামে শপথ করছি, যে মানুষরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের পাশে আমি থাকব, কাজ করব।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola