Panchayat Election 2023: ভোট শুরুর আগে দিনহাটায় বুথ তছনছ, মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার
ভোট (Panchayat Election) শুরুর আগে দিনহাটায় (Dinhata) বুথ তছনছ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ বুথে ঢুকে তাণ্ডব চালায় দুষকৃতীরা। ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়া হয়। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে কীভাবে তাণ্ডব চলল? কারা তাণ্ডব চালাল? ভোট আদৌ শুরু করা যাবে? মুখে কুলুপ প্রিসাইডিং অফিসার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।