Lok Sabha Election:লোকসভা ভোটে পাহাড়ে বিজেপিকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা | ABP Ananda LIVE
Raju Bista : লোকসভা ভোটে(lok sabha election) পাহাড়ে বিজেপিকে (bjp)সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার দার্জিলিংয়ের (darjeeling)বিজেপি প্রার্থী রাজু বিস্তকে সমর্থনের ঘোষণা করলেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। জিজেএমের ঘোষণা নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে পাহাড়ে।