Satabdi Roy:'বউ দেখতে ভাল হলে টাকা, না হলে নয়', প্রচারে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়।ABP Ananda LIVE
যাদের বউ দেখতে ভাল তারা টাকা পাচ্ছে, আর যাদের বউ দেখতে ভাল নয়, তারা টাকা পাচ্ছে না। ভোট প্রচারে এসে গ্রামবাসীদের এমনই চাঞ্চল্যাকর অভিযোগের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এনিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক-শিবির। তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে গ্রামবাসীদের হুঁশিয়ারি, আগে টাকা নেব, তারপর ভোট দেব।
#SatabdiRoy #Election2024 #LokSabhaElection2024 #election2024campaign #governmentscheme
Tags :
DISTRICT Elections 2024 Lok Sabha ELection 2024 Satabdi Roy Faces Agitation Birbhum TMC Candidate Satabdi Roy