Sandeshkhali Tension:বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে শুভেন্দু অধিকারীর মিছিলের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি।ABP Ananda LIVE
বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে শুভেন্দু অধিকারীর মিছিল ও সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা বাজারে বিজেপি ও তৃণমূল কর্মীদের চারটি দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। একে অন্য়ের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসক ও বিরোধী, দু’পক্ষই। বিজেপির অভিযোগ, কিছুদিন আগে এই হাটগাছাতেই এক বিজেপি কর্মীর আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিরোধী দল করার কারণেই এই হামলা বলে গেরুয়া শিবিরের দাবি। বিজেপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Tags :
Election 2024 BJP Candidate Rekha Patra Lok Sabha ELection 2024 Suvendu Adhikari Rally In Sandeshkhali Sandeshkhali Tension