BJP Candidate List 2021: তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, ডোমজুড়ে রাজীব, টালিগঞ্জে বাবুল

রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। দিল্লিতে দলীয় সদর দফতর থেকে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে।  ডোমজুড় থেকে লড়বেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এছাড়াও আলিপুরদুয়ার থেকে নির্বাচন লড়বেন অশোক লাহিড়ি। সিঙ্গুর থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তারকেশ্বর থেকে স্বপন দাশগুপ্ত, দিনহাটা থেকে নিশীথ প্রামাণিক, টালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয় (Babul Supriyo), চণ্ডীতলা থেকে যশ দাশগুপ্ত, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার (Payel Sarkar), কসবা থেকে ইন্দ্রনীল খাঁ   (চিকিৎসক), শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী , চুঁচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায় নির্বাচন লড়বেন। দেখে নিন সম্পূর্ণ তালিকা,

ধনেখালি: তুষার মজুমদার
পুরশুড়া: বিমান ঘোষ
গোঘাট: বিশ্বনাথ কারক
খানাকুল: সুশান্ত ঘোষ

বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
উলুবেড়িয়া উত্তর: চিরণ বেরা
বাগনান: অনুপম মল্লিক
আমতা: দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর: সুমিতরঞ্জন কাঁড়ার
জাঙ্গিপাড়া: দেবজিৎ সরকার
হরিপাল: সমীরণ মিত্র

বাসন্তী: রমেশ মাঝি
কুলতলি: মিণ্টু হালদার
কুলপি: প্রণব মল্লিক
রায়দিঘি: শান্তনু বাপুলি
মন্দিরবাজার: দিলীপ জাটুয়া
জয়নগর: রবীন সর্দার
ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
ক্যানিং পূর্ব: কালীপদ নস্কর: 
বারুইপুর পশ্চিম: দেবোপম চট্টোপাধ্যায়
মগরাহাট পূর্ব: চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম: মানস সাহা
ডায়মন্ডহারবার: দীপক হালদার
সাতগাছিয়া: চন্দন পাল দাস

মেখলিগঞ্জ: দধিরাম রায়
মাথাভাঙা: সুশীল বর্মন
কোচবিহার উত্তর: সুকুমার রায়
শীতলকুচি: বরেন চন্দ্র বর্মন
সিতাই: দীপক রায়
তুফানগঞ্জ: মালতি রাভা রায়
কুমারগ্রাম: মনোজ ওঁরাও
কালচিনি: বিশাল লামা
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি
মাদারিহাট: মনোজ টিগ্গা
ভাঙড়: সৌমি হাটি
যাদবপুর: রিঙ্কু নস্কর
মহেশতলা: উমেশ দাস
বজবজ: তরুণ আদক

হাওড়া উত্তর: উমেশ রায়
হাওড়া মধ্য: সঞ্জয় সিংহ
মেটিয়াব্রুজ: রামজি প্রসাদ
সাঁকরাইল: প্রভাকর পণ্ডিত
পাঁচলা: মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব: প্রত্যুষ মণ্ডল
উত্তরপাড়া: প্রবীর ঘোষাল
শ্রীরামপুর: কবীর শঙ্কর বসু
চাঁপদানি: দিলীপ সিংহ
বলাগড়: সুভাষচন্দ্র হালদার
পাণ্ডুয়া: পার্থ শর্মা

সোনারপুর দক্ষিণ: অঞ্জনা বসু
হাওড়া দক্ষিণ: রন্তিদেব সেনগুপ্ত

আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি  (অর্থনীতিবিদ)
ডোমজুড়: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশীথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনীল খাঁ   (চিকিৎসক)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী 
চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola