100 Days Work: 'কেন্দ্রের দেওয়া টাকা পড়েছে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টে, অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের।
BJP News: 'গাইঘাটার সুটিয়া পঞ্চায়েতের কথা বললাম। এতে শেষ নয়। হুগলির ধনেখালিতেও আবাস যোজনায় কেন্দ্রের দেওয়া টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না পড়ে, পড়েছে তৃণমূল (TMC) কর্মীদের অ্যাকাউন্টে'। অভিযোগ হুগলির বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। ওদের হাতে তো ইডি-সিবিআই। দুর্নীতি হলে খোঁজ নিক, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। ABP Ananda Live