West Bengal Election 2021: 'জ্ঞানবন্ত সিংহ এখন সব রিপোর্ট চেপে দেওয়ার কথা বলেছেন', শীতলকুচিকাণ্ড নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেন, 'শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে এই ঘটনার তদন্ত কে করবে? কমিশন না সিআইডি? এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি না। সিআইডি নিজেদের মতো তদন্ত করে কেন্দ্রীয় বাহিনীর উপর দোষ চাপানোর চেষ্টা করবে। কারণ সিআইডি মমতার হাতে রয়েছে। আমরা জানতে পেরেছি, জ্ঞানবন্ত সিংহ এখন সব রিপোর্ট চেপে দেওয়ার কথা বলেছেন। আমরা চাইছি এই সব রিপোর্ট সামনে আসুক। প্রকৃত তদন্ত হোক, সত্য সামনে আসুক।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola