Suvendu Adhikari: নন্দ্রীগ্রাম দিবসে নাম না করে শাসক দলকে আক্রমণ শুভেন্দুর। ABP Ananda Live
BJP News: নন্দ্রীগ্রাম (Nandigram) দিবসে নাম না করে শাসক দলকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)।এদিন তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারদের সমবেদনা জানান। এদিন বিরোধী দলনেতা তৃণমূলের (TMC) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'নন্দীগ্রাম আন্দোলন কোনও দল বা ব্যক্তির ছিল না, আন্দোলন ছিল মানুষের, জয় হয়েছে মানুষেরই। ABP Ananda Live