West Bengal Election 2021: দাবি মেনে বেহালা পূর্বের প্রার্থী কি শোভন? আজ প্রকাশ হতে পারে BJP-র প্রার্থীতালিকা

বৃহস্পতিবার শেষ চার দফার প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে বিজেপি। শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) বেহালা-পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। বেহালা পূর্বের বদলে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন পায়েল সরকার (Payal Sarkar)। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে BJP। শোভনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিজেপি। শোভনের পছন্দের কেন্দ্রে প্রার্থী করার ভাবনা বিজেপির, সূত্রের খবর। একাধিক সাংসদকে ভোটে প্রার্থী করার ভাবনা বিজেপির। সম্ভাব্য প্রার্থী অর্জুন সিংহ (Arujun Singh), শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে প্রার্থী করা হতে পারে। নদিয়ার কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে জগন্নাথ সরকারকে। মুকুল রায়কেও (Mukul Roy) প্রার্থী করা হতে পারে। নদিয়া থেকে প্রার্থী করা হতে পারে মুকুল রায়কে। দলীয় আপত্তির কারণে বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) প্রার্থী করা হবে না। বালিতে সম্ভাব্য প্রার্থী রথীন চক্রবর্তী। ভোটে দাঁড়াচ্ছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী হতে পারেন মুকুল রায়। হাবড়ায় প্রার্থী হতে পারেন রাহুল সিনহা (Rahul Sinha)। রাজারহাট-গোপালপুরে প্রার্থী হতে পারে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola