Panchayat Election : কোচবিহারে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন | ABP Ananda Live
WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll 2023 ) আগের দিন থেকেই দফায় দফায় অশান্ত হয়ে উঠছিল কোচবিহার ( Cooch Behar ) । বিভিন্ন জায়াগায় বোমা-গুলির রমরমা থেকে কোথাও আক্রান্ত বিরোধীরা, কোথাও আবার তৃণমূলের অফিস ভাঙচুর। এখানেই থেমে রইল না। ভোটের দিন সকালে প্রাণ গেল পোলিং এজেন্টের।