Panchayat Election: 'রাজ্যকে চোরমুক্ত করাই BJP-র অঙ্গীকার', হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda LIVE

Suvendu Adhikari Attacks TMC : 'জোর করে নির্বাচনে (Panchayat Election) বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল (TMC), এর জবাব দিতে হবে'। 'একদিকে চুরি, অন্যদিকে পুলিশকে হাতে নিয়ে গণতন্ত্রের (Democracy) সর্বনাশ করছে তৃণমূল'। রাজ্যকে চোরমুক্ত করাই বিজেপির (BJP) অঙ্গীকার, খাতরার সভায় হুঙ্কার শুভেন্দুর। '২০১৮-য় ভোটে পর্যবেক্ষক ছিল ভাইপো, তাঁর হয়ে দেখাশোনা করত বিনয় মিশ্র' (Vinay Mishra)। 'গত লোকসভায় ১৮টি আসন দিয়েছিলেন, ডবল হলেই পড়ে যাবে তৃণমূল সরকার'। বাঁকুড়ার (Bankura) খাতরার সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'জাল এসটি সার্টিফিকেট করিয়ে প্রার্থী করেছে তৃণমূল'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola