Panchayat Election 2023: গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা বিজেপির
পঞ্চায়েত ভোটের আর বাকি ৮ দিন। তার আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি। দলের টিকিট না পেয়ে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির বারাসাত সাংগাঠনিক জেলা কমিটির ২ সদস্য। এ ছাড়াও কুমড়া পঞ্চায়েতে একাধিক বিকষুব্ধ বিজেপি কর্মী নির্দল প্রার্থী হয়েছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির ২ নির্দল প্রার্থীকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে জবাব চেয়েছে দল। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র। কিছু নেতাদের দাবি, একাধিকবার জেলা সভাপতিকে জানানো সত্ত্বেও তাদের মনোনীত প্রার্থীদের আমল দেওয়া হয়নি। তাই কর্মীদের মুখ চেয়ে নির্দল দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের দাবি, বিজেপির কোন্দলে আখেরে লাভ হবে তাদেরই।