Sajal Ghosh: 'তৃণমূল করবে দাদাগিরি করবে না, এটা আবার হয় নাকি!' আক্রমণ সজলের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'তৃণমূল (tmc)করবে দাদাগিরি করবে না, এটা আবার হয় নাকি! ক্যাফেটা (cafe)বন্ধ করেছে কীসের কারণে ? টেন্ডার নিয়ে কোনও দুর্নীতি আছে সেটার কারণে তা আমদের কাছে পরিষ্কার নয়। আউনের কোনও শাসন নেই, একজন কাউন্সিলর নিজের হাতে আইন তুলে নিচ্ছেন', আক্রমণ সজলের(sajal ghosh)। সোহম(soham chakraborty)-বিতর্কে তোলপাড়ের মধ্যে এবার কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'। কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ক্যাফে লাগোয়া পার্কও জোর করে বন্ধ করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের নামে পুলিশ ও পুরসভায় অভিযোগ দায়ের। 'ক্যাফের টেন্ডার নিয়ে জানতে আরটিআই করেছিলাম'। 'আরটিআই-এর উত্তর না মেলায় ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল'। অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola