Sukanta Majumdar: নিশীথ প্রামাণিক যখন TMC-তে ছিল, তখন মুখ্যমন্ত্রীর মামলার কথা মনে পড়েনি: সুকান্ত
ABP Ananda LIVE: 'নিশীথ প্রামাণিক (Nishit Pramanick) একসময় তৃণমূল কংগ্রেসে (TMC) ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব মামলার কথা মনে পড়েনি। তখন তাঁকে পঞ্চায়েত সদস্য বানিয়েছিলেন। তৃণমূলে থাকার সময় এই মামলাগুলি কোথায় ছিল?', মন্তব্য সুকান্তর(Sukanta Majumdar)