Lok Sabha Poll:বারাসাতের দলীয় প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ BJP কর্মীদের
ABP Ananda LIVE: লোকসভা ভোটের(lok sabha election) মুখে বারাসাতে (barasat)আরও অস্বস্তি বাড়ল বিজেপির(bjp) অন্দরে। এবার বারাসাতের দলীয় প্রার্থী স্বপন মজুমদারের (swapan majumdar)বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করলেন বিজেপি কর্মীরাই। তাদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত মামলায় তথ্য গোপন করেছিলেন স্বপন মজুমদার। এমনকী নিজের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি নিয়ে সঠিক তথ্য দেননি বিজেপি প্রার্থী। এর আগে সোশাল মিডিয়ায় দলীয় নেতা, কর্মীদের একাংশ সরব হওয়ার পর, স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টারও পড়ে বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে। যদিও, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের পাল্টা দাবি, নেপথ্যে তৃণমূলের চক্রান্ত, এরা বিজেপির কেউ নয়।
Tags :
West Bengal Lok Sabha Election ABP Ananda LIVE Swapan Majumdar BJP Inner Clash BJP News /West Bengal