Bomb Recovered : ভোট মিটলেও বিরাম নেই ! ফের দিকে দিকে বোমা উদ্ধার ! কোথা থেকে আসছে এত বোমা ?
একই দিনে মুর্শিদাবাদের তিনটি ও মালদার একটি জায়গা থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। মুর্শিদাবাদের দৌলতাবাদের গৌরীপুরে পাটের জমিতে পড়েছিল সকেট বোমা ভর্তি ব্যাগ। আজ সকালে স্থানীয়রা দেখতে পান। বড়ঞার নিমা গ্রামে মাঠের মধ্যে রাখা ছিল বালতি ভর্তি তাজা বোমা। এর কিছুক্ষণের মধ্যেই বড়ঞারই সুন্দরপুর অঞ্চলের হাতিশালা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ। মালদার কালিয়াচক থেকেই বোমা উদ্ধার হয়েছে। আজ সকালে টুঠিয়া সেতুর নীচে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এভাবে যত্রতত্র বোমা পড়ে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ।
Tags :
Bomb Recovered Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result