Panchayat Election : ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ | ABP Ananda LIVE
WB Panchayat Election :ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস। একই দিনে জেলার তিনটি জায়গা থেকে বোমা উদ্ধার। আজ সকালে রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া ও রেজিনগরে উদ্ধার হল ৩ ব্যাগ তাজা বোমা। রঘুনাথগঞ্জের জেঠিয়া এলাকায় পুকুর পাড়ে বাগানের মধ্যে একটি ব্যাগে ১০টির মতো বোমা দেখতে পান স্থানীয়রা। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি বাধাতেই বোমা মজুত করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। হরিহরপাড়ার জগন্নাথপুর শিবনগর গ্রামে পাট খেতে পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। ওই ব্যাগে প্রচুর সকেট বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। রেজিনগরের নাজিরপুর মধুপুরে একটি বাড়ির পিছন থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। এর আগে গতকাল সকালে বেলডাঙায় পাট খেতে বসে বোমা বাঁধতে গিয়ে এক দুষকৃতীর মৃত্যু হয়। গতকাল একদিনে রানিনগরে তিনবার বোমাবাজির ঘটনা ঘটে। এভাবে ঘন ঘন বোমা উদ্ধার ও বোমাবাজিতে গোটা মুর্শিদাবাদ জুড়েই আতঙ্কের পরিবেশ।