Bratya Basu: অপসারণের জন্য রাজ্যপালের সুপারিশ,সাংবাদিক বৈঠকে কী বললেন ব্রাত্য? ABP Ananda Live

CV Ananda Bose: গতকাল তাঁকে পদ থেকে অপসারণের জন্য রাজ্যপালের সুপারিশের বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। সোশাল মিডিয়ায় ব্রাত্য বসু লেখেন, 'আমি রাষ্ট্রপতির কাছে রাজ্য়পালের (CV Ananda Bose) অপসারণের সুপারিশ করলে যতটা হাস্য়কর হবে, এটা ততটাই হাস্য়কর। রাজ্যপাল শুধু নিজের আসল রং দেখাননি, নিজের সাংবিধানিক সীমাও ছাড়িয়ে গেছেন'। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola